৪২ দিনে ৪ বার করোনায় আক্রান্ত দিবালা

খেলা ডেস্ক


এপ্রিল ৩০, ২০২০
০৫:৫৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২০
০৫:৫৬ পূর্বাহ্ন



৪২ দিনে ৪ বার করোনায় আক্রান্ত দিবালা

একাধিকবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আগেই জানা। কিন্তু এবার বিস্ময়কর এক খবর জানালো স্পেনের টেলিভিশন অনুষ্ঠান ‘এল চিরিঙ্গিতো’। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের তারকা ফুটবলার পাওলো দিবালা ৪২ দিনে ৪ বার প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন! অবশ্য এই আর্জেন্টাইনের বান্ধবী ওরিয়েলা সাবাতিনি তার দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ পজেটিভের খবর নিশ্চিত করেছিলেন।
দিবালা ছাড়াও তার দুই সতীর্থ ব্লেইজ মাতুইদি ও দানিয়েলে রুগানি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাদের সুস্থ হয়ে ওঠার খবর পাওয়া গেছে।
করোনাভাইরাসে এ পর্যন্ত ইতালিতে ২৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তবে দেশটিতে করোনার প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করেছে। অবস্থার উন্নতি হওয়ায় ১৮ মে থেকে অনুশীলন করার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে। ওইদিন জুভেন্টাস অনুশীলনে ফিরবে, তবে দিবালা থাকছেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এআরআর/০৯