নবীগঞ্জ প্রতিনিধি
মে ০৩, ২০২০
০২:০২ পূর্বাহ্ন
আপডেট : মে ০৩, ২০২০
০২:০২ পূর্বাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জে এক স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ পাওয়া গেছে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে নবীগঞ্জ উপজেলায় মোট ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জফেরত ৫ জন।
আক্রান্ত স্বাস্থ্যকর্মীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিবারের বাকি সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, স্বাস্থ্যবিধি অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়ার জন্য করোনা আক্রান্ত ৬ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরিবারের সকল সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
আরআর