সীমিত পরিসরে শুরু হবিগঞ্জ সদর হাসপাতালের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক


মে ০৪, ২০২০
০৬:০৩ পূর্বাহ্ন


আপডেট : মে ০৪, ২০২০
০৬:০৭ পূর্বাহ্ন



সীমিত পরিসরে শুরু হবিগঞ্জ সদর হাসপাতালের কার্যক্রম

হাসপাতালের চিকিৎসসহ ১১ জন স্বাস্থ্যকর্মী এক সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর লকডাউন করে দেওয়া হবিগঞ্জ সদর হাসপাতালের কার্যক্রম সীমিত পরিসরে আবার চালু হয়েছে। প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ রবিবার (৫ এপ্রিল) ২৫০ শয্যার এ হাসপাতালের কার্যক্রম আবার শুরু হয়েছে।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিছুর রহমান। 

তিনি জানান, আজ রবিবার থেকে হবিগঞ্জ সদর হাসপাতাল চালু করা হয়েছে। তবে সীমিত আকারে চালু করা হয়েছে। আগামীকাল (সোমবার) থেকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২-৩ দিনের মধ্যে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও চালুর পরিকল্পনা রয়েছে। 

গত ২১ এপ্রিল চিকিৎসক ও  নার্স করোনা আক্রান্ত হলে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়। এর চার দিনের ব্যবধানে ২৫ এপ্রিল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়।

 

এনএইচ-০৪/এএফ-১৫