কৃষকের ধান কেটে দিলেন চুনারুঘাটের কৃষকলীগ নেতা-কর্মীরা

চুনারুঘাট প্রতিনিধি


মে ০৭, ২০২০
০২:২৪ পূর্বাহ্ন


আপডেট : মে ০৭, ২০২০
০২:২৪ পূর্বাহ্ন



কৃষকের ধান কেটে দিলেন চুনারুঘাটের কৃষকলীগ নেতা-কর্মীরা

করোনা সংকটে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন চুনারুঘাট উপজেলা কৃষকলীগের নেতা-কর্মীরা। রোজা রেখে কৃষকলীগের নেতা-কর্মীরা পঞ্চম দিনের মতো এক অসহায় কৃষকের জমির ধান কেটে দিয়েছেন। 

গতকাল মঙ্গলবার (৫ মে) উপজেলার মিরাশী ইউনিয়নের বড়-আব্দা গ্রামের কৃষক মস্তুর মিয়ার এক বিঘা জমির ধান কেটে দিয়েছেন উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের এক ঝাঁক নেতা-কর্মী। উপজেলা কৃষকলীগের সভাপতি মো. মুজিবুর রহমান এ প্রতিবেদককে বলেন- ‘কৃষক মস্তুর মিয়া পাকা ধান কাটা নিয়ে বিপাকে পড়ে আমাদেরকে জানান। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় ও জেলা কৃষকলীগের নির্দেশনা অনুযায়ী মস্তুর মিয়ার ধান কেটে দিয়েছি। উপজেলা কৃষকলীগ বোরো মওসুমে কৃষক ভাইদের পাশে পূর্বেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ বলেন- ‘জাতির এ দুর্দিনে আমরা সবার বিপদে পাশে দাঁড়াতে চাই।’ ধান কাটায় অংশ নেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক সুমন তালুকদার ও আব্দুল হাই, মিরাশী ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মিজানুর সোহাগসহ উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতা-কর্মী।

 

জিএ-০১/এনপি-২০