মাধবপুরে টিসিবি'র পণ্য কিনতে ক্রেতাদের ভিড়

মাধবপুর প্রতিনিধি


মে ০৭, ২০২০
১১:২৬ অপরাহ্ন


আপডেট : মে ০৭, ২০২০
১১:২৬ অপরাহ্ন



মাধবপুরে টিসিবি'র পণ্য কিনতে ক্রেতাদের ভিড়

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। দেশে দিন দিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। করোনা মোকাবেলায় অঘোষিত লকডাউনের মাঝে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কমমূল্যে ভোগ্যপণ্য ট্রাকে করে বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ বৃহস্পতিবার (৭ মে) মাধবপুর উপজেলা পরিষদ এলাকায় লাইনে দাঁড়িয়ে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে টিসিবি’র পণ্য কিনতে দেখা গেছে ক্রেতাদের। করোনার প্রভাবে খরচ বাঁচাতে কমমূল্যে পণ্য কিনতে নারী-পুরুষরা পৃথক লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কেনেন।

মাধবপুরে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন, পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল হোসেন, সাংবাদিক সানাউল হক শামীম, শেখ জাহান রনি, আনিসুর রহমান প্রমুখ।

এ সময় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা বার বার স্মরণ করিয়ে দিচ্ছিলেন নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার কথা।

মাধবপুর উপজেলা এলাকায় হবিগঞ্জের টিসিবির ডিলার পিন্টু রায়ের মাধ্যমে স্থানীয়রা টিসিবি'র পণ্য পাচ্ছেন বলে জানা যায়। পিন্টু রায় জানান, ডিলারের মাধ্যমে টিসিবি'র পণ্য হিসেবে ৮০ টাকা লিটারে সয়াবিন তেল, ৫০ টাকা দরে ডাল ও চিনি এবং ৬০ টাকা দরে ছোলা বিক্রি করা হচ্ছে।

 

এসএম/আরআর