নানা নাটকীয়তার পর হোটেলে উঠেছেন শামসুদ্দিনের করোনা যোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক


মে ০৮, ২০২০
১১:২৬ পূর্বাহ্ন


আপডেট : মে ০৮, ২০২০
১১:২৬ পূর্বাহ্ন



নানা নাটকীয়তার পর হোটেলে উঠেছেন শামসুদ্দিনের করোনা যোদ্ধারা

নানা নাটকীয়তার পর অবশেষে করোনা যোদ্ধারা উঠেছেন সিলেট নগরের দরগা গেইটস্থ হোটেল হলি গেইটে। এর আগে প্রথম দফায় গত ১ মে শুক্রবার হোটেল হলি গেইটে উঠলেও পরবর্তীতে মালিকপক্ষের সঙ্গে চুক্তি না হওয়ায় তাদের হোটেল ছাড়তে হয়। এক সপ্তাহের ব্যবধানে একই হোটেলে বৃহস্পতিবার (৭ মে) উঠেছেন ৪ চিকিৎসক ও ৫ নার্স। সিলেটে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য এই হোটেলটি চূড়ান্ত হয়েছে।

জানা গেছে, এই হোটেলে তাদের মানসম্পন্ন পরিবেশ ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে অন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এখানে উঠবেন। সিলেটে যতদিন করোনা চিকিৎসা চলবে ততদিন তারা এখানে থেকেই তাদের দায়িত্ব পালন করবেন।

এর আগে বৃহস্পতিবার সকালে এক সপ্তাহের টানাপোড়ন শেষে হলি গেইট কতৃপক্ষ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়। 

ওসমানী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চুক্তি সম্পর্কে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়ও চুক্তির বিষয়টি নিশ্চিত করলেও তিনিও চুক্তির সম্পর্কে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। 

এ বিষয়ে হোটেল হলি গেইটের চেয়ারম্যান ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েবের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

জানা গেছে, হোটেল ভাড়া নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে হোটেল কতৃপক্ষের সঙ্গে ওসমানী মেডিকেল কলেজ কতৃপক্ষের টানাপোড়নে চুক্তিটি ঝুলে ছিল।

উল্লেখ, সম্প্রতি বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা ও সার্বিক প্রস্তুতি দেখে সিলেটে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সংশ্লিষ্ট চিকিৎসক, সেবিকা (নার্স) ও স্বাস্থ্যকর্মীদের জন্য দুটি হোটেলের ব্যবস্থা করার নির্দেশ দেন।

 

এনসি-০১/এএফ-০৩