শায়েস্তাগঞ্জে কর্মহীন মানুষের মধ্যে খাবার বিতরণ

শায়স্তোগঞ্জ সংবাদদাতা


মে ১০, ২০২০
০৪:১৭ পূর্বাহ্ন


আপডেট : মে ১০, ২০২০
০৪:১৭ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে কর্মহীন মানুষের মধ্যে খাবার বিতরণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৯ মে) সকাল ১১ টায় স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ইফতার সমাগ্রী দেওয়া হয়।

উপজেলা যুবলীগের সভাপতি  ফজল উদ্দিন তালুকদারের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ছোলা, ডাল, আলু, পিয়াজ ও লবণ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা  পরিষদের চেয়ারম্যান  আব্দুর রশীদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, পৌর কাউন্সিলর আব্দুল জলিল, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাধারন সম্পাদক টি এম আফজল প্রমুখ।

উপজেলা যুবলীগের সভাপতি  ফজল উদ্দিন তালুকদার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সাংসদ আবু জাহিরের পরামর্শে পৌরসভার ৫ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করার পরিকল্পনা রয়েছে তার। ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে সাড়ে তিন হাজার কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডেই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।  

এছাড়া ৪০০ পরিবহন শ্রমিকদের মধ্যেও বিতরণ করেছেন এসব খাদ্যসামগ্রী।

 

এইচআরডি/আরসি-০১