চুনারুঘাটে মুক্তিযোদ্ধাদের ইফতার ও খাদ্যসামগ্রী উপহার দিলেন আ.লীগ নেতা

চুনারুঘাট প্রতিনিধি


মে ১২, ২০২০
০৩:৫৯ পূর্বাহ্ন


আপডেট : মে ১২, ২০২০
০৩:৫৯ পূর্বাহ্ন



চুনারুঘাটে মুক্তিযোদ্ধাদের ইফতার ও খাদ্যসামগ্রী উপহার দিলেন আ.লীগ নেতা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭০ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। এসব খাদ্যসামগ্রী বিতরণে পৃষ্ঠপোষকতা করেন বাংলাদেশ আওয়ামীলীগে কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ইঞ্জিনিয়ার মো. আরিফুল হাই রাজীব ও বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ব্যারিস্টার মো. ইমরানুল হাই সজীব। তারা দুজনই শ্রম আপীল ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান, চুনারুঘাটের কৃতি সন্তান বিচারপতি মো. আব্দুল হাই এর ছেলে।

সোমবার (১১ মে) দুপুর ২টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা. আবিদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা, চুনারুঘাট উপজেলা পরিষদ সি এ ওয়াহিদুল ইসলাম সুমনসহ মুক্তিযোদ্ধারা। 

খাদ্য সামগ্রীর মধ্যে যা ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ লিটার দুধ। ইতোমধ্যে চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে ১ম ধাপে ১০০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তারা। 

জিএ/বিএ-১৫