শায়েস্তাগঞ্জে দোকান খোলা রাখায় ২২ হাজার টাকা জরিমানা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মে ১২, ২০২০
০৪:১০ পূর্বাহ্ন


আপডেট : মে ১২, ২০২০
০৪:১৫ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে দোকান খোলা রাখায় ২২ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের শিল্পাঞ্চল অলিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলার অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

সোমবার (১১ মে) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত অলিপুর এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময়  নিষেধাজ্ঞা অমান্য করে সকাল ৭টায় দোকান খোলার অপরাধে ৫ দোকানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের জরিমানা করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার।

সারাদেশে করোনা ভাইরাস বৃদ্ধির কারণে সকল ব্যবসায়ীরা ঈদ পর্যন্ত দোকান না খোলার সিদ্ধান্ত নেন। হবিগঞ্জ জেলার ব্যবসায়ীরাও দোকান না খোলার সিদ্ধান্ত নিয়ে করোনা মোকাবেলায় একাত্বতা প্রকাশ করেন। কিন্তু শিল্পাঞ্চল অলিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় বেস্ট বাই’র ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার, আফজাল সুজকে ৫ ও দুটি কাপড়ের দোকানকে ৭ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এসডি/বিএ-১৭