শায়েস্তাগঞ্জে ভারতীয় মহিষের মাংস জব্দ, জরিমানা আদায়

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মে ১২, ২০২০
০৪:২৫ পূর্বাহ্ন


আপডেট : মে ১২, ২০২০
০৪:২৬ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে ভারতীয় মহিষের মাংস জব্দ, জরিমানা আদায়

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ফ্রিজিং ও বিক্রির প্রয়োজনীয় সনদ না থাকায় ভারতীয় মহিষের মাংস জব্দ করে ব্যবসায়ী আব্দুর রউফ সবুজকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১১ মে) সকাল ৬ টায় ঢাকা সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা করে উপজেলার বিরামচর এলাকা থেকে প্রায় ৪২ কেজি ভারতীয় মহিষের মাংস জব্দ করে থানায় নিয়ে আসেন এসআই কামরুল। পরে বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার নিজ অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করে মাংসগুলো মাটিতে পুতে ধ্বংস করে দেওয়া হয়। 

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দে, স্যানিটারী ইন্সপেক্টর শেখ মো. আব্দুল জলিল, শায়েস্তাগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম, উপজেলা অফিসের সিও হিমাংশু চন্দ্র ঘোষ, নাজির মো. উস্তার মিয়া উপস্থিত ছিলেন। 

ইউএনও সুমী আক্তার বলেন, ফ্রিজিং করার কথা থাকলেও সেভাবে করা হয়নি। আর মাংস বিক্রির প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে পারেননি বিক্রেতা। তাই সংশ্লিষ্ট আইনের ধারায় তাকে (মাংস ব্যবসায়ী) এ অর্থদন্ড করা হয়।

এসডি/বিএ-১৭