রোহিঙ্গা ক্যাম্পে করোনা রোগী শনাক্ত

সিলেট মিরর ডেস্ক


মে ১৫, ২০২০
০৩:৩৬ পূর্বাহ্ন


আপডেট : মে ১৫, ২০২০
০৩:৩৬ পূর্বাহ্ন



রোহিঙ্গা ক্যাম্পে করোনা রোগী শনাক্ত

সারাদেশে সংক্রমণের পর এবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রথম দুইজন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহবুব আলম তালুকদার বৃহস্পতিবার জানান, উখিয়ার কুতুপালং ক্যাম্পে প্রথম কোভিড-১৯ রোগী ধরা পড়েছে।

তিনি বলেন, আমরা আজ দুজনের রিপোর্ট পজেটিভ পেলাম। এ দুইজনকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

সেই সঙ্গে তাদের পরিবারকে কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

তিনি জানান, আক্রান্তদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) আইসোলেশন সেন্টার ও এমএমএফ হসপিটালে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় শরণার্থী শিবিরে আছে। এই সংখ্যা ১০ লাখের বেশি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটার পর গত ১১ মার্চ থেকে রোহিঙ্গা ক্যাম্প অবরুদ্ধ করা হলেও তার মধ্যেই সংক্রমণ ঘটল।

বিএ-২০