শায়েস্তাগঞ্জে দোকানপাট- শপিংমল বন্ধের নির্দেশ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মে ১৯, ২০২০
০৮:২৬ অপরাহ্ন


আপডেট : মে ১৯, ২০২০
১০:০২ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে দোকানপাট- শপিংমল বন্ধের নির্দেশ

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় আজ মঙ্গলবার (১৯ মে) থেকে ৩০ মে পর্যন্ত শায়েস্তাগঞ্জের সব ধরনের শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে, নিত্যপ্রয়োজনীয় কাঁচামালের বাজার দুপুর ২টার পর সামাজিক দূরত্ব বজায় রেখে উন্মুক্ত স্থানে পরিচালনা করা যাবে। 

গত এক সপ্তাহে শায়েস্তাগঞ্জের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে স্থানীয় প্রশাসন শায়েস্তাগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে এ নির্দেশ জারি করেছে।

জানা গেছে, নির্দেশনা অনুযায়ী রোজাদারদের কথা বিবেচনা করে জেলা প্রশাসনের অনুমোদিত হোটেল রেস্তোরাঁ দুপুর ২টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে। জরুরি সেবাদানকারী ফার্মেসি এই নির্দেশনার বাইরে থাকবে। শপিংমলসহ দোকানপাট বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার।

এসডি-০১/এনপি-১১