জৈন্তাপুর প্রতিনিধি
মে ৩০, ২০২০
০৬:২৪ অপরাহ্ন
আপডেট : মে ৩০, ২০২০
০৬:২৪ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রকট আকার ধারণ করতে যাচ্ছে। ইতোমধ্যে উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মী আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছেন। উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪ জন। এর মধ্যে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন, সুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছেন ১ জন ও মৃত্যুবরণ করেছেন ১ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূত্রে জানা যায়, করোনাভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়ার পর থেকে তারা উপজেলায় সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত রয়েছেন। মহামারী থেকে জনগণকে রক্ষায় সরকারি নির্দেশনা মোতাবেক সকল প্রকার কার্যক্রম পরিচালনা করছেন তারা। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৪ ঘন্টা একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
তিনি জানান, করোনাভাইরাসে এ পর্যন্ত উপজেলায় সরকারি-বেসরকারি, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মীসহ সর্বমোট ১৪ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন, সুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছেন ১ জন আর মৃত্যুবরণ করেছেন ১ জন। নতুন করে নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ জনের এবং নমুনা দিয়ে রিপোর্টের অপেক্ষায় রয়েছেন ৬৪ জন।
সর্বশেষ গত ২৭ মে প্রেরিত নমুনার পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডৌডিক গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. ইয়াহিয়া এবং কানাইঘাট উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জৈন্তাপুর উপজেলার চাক্তা গ্রামের বাসিন্দা মো. ইয়াজুল আমিন।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমিনুল হক সরকার সিলেট মিররকে বলেন, আজ শনিবার (৩০ মে) আমরা মৃত ইউপি সচিব আবুল হোসেনের পরিবারের আরও ৬ জনের এবং করোনাভাইরাসে আক্রান্ত জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন ও তার ১ সন্তানসহ ২০ জনের নমুনা সংগ্রহ করে সিলেটের ল্যাবে প্রেরণ করেছি। গত ২৮ মে প্রেরিত ৪৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল আমরা এখনও পাইনি।
আরকে/আরআর-০৫