সিলেট ষ্টেশন ক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়ার উদ্বোধন

খেলা ডেস্ক


অক্টোবর ২২, ২০২৫
১১:১৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২৫
১১:১৩ অপরাহ্ন



সিলেট ষ্টেশন ক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়ার উদ্বোধন


বর্ণিল আয়োজেন সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

আজ বুধবার (২২ অক্টোবর) প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাব প্রেসিডেন্ট অ্যাডভোকেট শাহ মো. মোশাহিদ আলী।

ক্রীড়া বিভাগের পরিচালক কামাল হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট নুরুদ্দিন আহমদ, ভাইস-প্রেসিডেন্ট ডা. বনদীপ লাল দাস, পরিচালক অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এ.এস সিরাজুল হক চৌধুরী,  পরিচালক ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ আব্দুল্লাহ আহমদ, পরিচালক সাংস্কৃতিক বিভাগ এ.এম মিজানুর রহমান, পরিচালক আপ্যায়ন বিভাগ রাফি ইব্রাহিম।

এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবসদস্য অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, সাইফুদ্দিন খালেদ, যীশু দেব, জাহিদ খান সায়েক, মুফতি এ.এস. শামীম আহমদ, ফজলে এলাহী চৌধুরী, মনসুর আহমদ আজাদ, জুয়েল আমিন, সিদ্দিকী জালাল উদ্দিন আলবেরুনী, জামী আব্দুল্লাহ ও ইজদানী মাহমুদ খান প্রমূখ।

উদ্বোধনী খেলা স্নুকার ষাট উর্ধ্ব প্রথম রাউন্ড খেলেন সামুন মাহমুদ খান ও  সাব্বির আহমদ মোসান্না।


এএফ/০৮