সিলেট মিরর ডেস্ক
মে ৩০, ২০২০
০৬:৩২ অপরাহ্ন
আপডেট : মে ৩০, ২০২০
০৬:৩২ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে 'আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি' স্লোগান নিয়ে উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পূর্ণাঙ্গ কমিটি ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক জাগ্রত সিলেটের সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রধান নির্বাচক শেখ মোর্শেদ অনুষ্ঠানে নতুন কমিটির অনুমোদন দেন।
উপজেলা প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি জহির রায়হান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলামকে স্ব স্ব পদে বহাল রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রেসক্লাবের নির্বাচক এম. হাবিবুল্লাহ্ জাবেদ।
পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল ইসলাম, সহ-সভাপতি জাকির হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম নোমান, কোষাধ্যক্ষ আপন মিয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহ আলম স্বাধীন, পাঠাগার বিষয়ক সম্পাদক আহসান হাবিব মাহিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, মোহাম্মদ সফাত উল্লাহ্, এনামুল হক ও শাকিল ইসলাম।
আরআর-০৬