নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২০
০৮:২০ অপরাহ্ন
আপডেট : মে ৩০, ২০২০
১০:২৮ অপরাহ্ন
সিলেট জেলায় র্যাব সদস্যসহ ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
আজ শনিবার (৩০ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাসপাতালের ল্যাবে আজ শনিবার ১৮০ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট সদর উপজেলা, সিটি করপোরেশন, কানাইঘাট, জৈন্তাপুর, গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলায় ৮ র্যাব সদস্যসহ ১৯ জন, একটি বেসরকারি হাসপাতালের একজন চিকিৎসক, ফেঞ্চুগঞ্জে ৩ পুলিশ সদস্যসহ ৮ জন, বিশ্বনাথের ৮ পুলিশ সদস্য, জকিগঞ্জে ১৪ জন, জৈন্তাপুরে ৩ জন এবং বিয়ানীবাজারে ১ জন বলে জানা গেছে।
এনসি/বিএ-১৮