বিশ্বনাথের আরও ৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক


মে ৩০, ২০২০
০৯:৪২ অপরাহ্ন


আপডেট : মে ৩০, ২০২০
০৯:৪৩ অপরাহ্ন



বিশ্বনাথের আরও ৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

বিশ্বনাথ থানার আরও ৮ পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে একজন এসআই এবং ৭ জন কনস্টেবল রয়েছেন বলে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও সদর) মো. লুৎফুর রহমান।

শনিবার (৩০ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও সদর) মো. লুৎফুর রহমান জনান, আজ নতুন করে আরও ১১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বিশ্বনাথ থানার একজন এসআই ও সাতজন কনস্টেবলসহ ৮ জনই বিশ্বনাথ থানার। 

এদিকে নতুন আটজন নিয়ে বিশ্বনাথে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ জন। এরমধ্যে ৩৫ জনই পুলিশ সদস্য। 

বিএ-২১