নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২০
০৯:৫৭ পূর্বাহ্ন
আপডেট : মে ৩১, ২০২০
১১:১৫ পূর্বাহ্ন
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসক জন্মেজয় দত্ত।
তিনি জানান, আজ রবিবার (৩১ মে) সকাল আটটায় হাসপাতালে করোনা পজিটিভ একজনের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। তিনি দুই দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃতদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মারা যাওয়া বৃদ্ধের নাম তমছির আলী। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর (মাজরপট্রি) গ্রামে। মৃত তমছির আলীর শরীরে গত কয়েকদিন থেকে করোনা রোগের উপসর্গ দেখা দেয়। তারপর তাঁকে প্রথমে বিয়ানীবাজার পৌরশহরের আলফা ক্লিনিক থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তার করোনার রিপোর্ট ‘পজিটিভ’ আসে। এরপর তাঁকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়।
আজ রবিবার সকাল আটটার দিকে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এনএইচ/বিএ-০৩