নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২০
১০:৫২ অপরাহ্ন
আপডেট : জুন ০১, ২০২০
০৭:০৯ পূর্বাহ্ন
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল আজ রবিবার (৩১ মে) প্রকাশিত হয়েছে। ফলাফল থেকে দেখা যায় শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৪৩টি।
সিলেট শিক্ষাবোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ সিলেট মিররকে জানান, এবার সিলেট শিক্ষাবোর্ডে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৪৩টি। এছাড়া কোনও প্রতিষ্ঠানে শতভাগ ফেল নেই।
সিলেট শিক্ষাবোর্ডে এবার ৭৮ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬৩ জন।
এনসি/বিএ-০৬