কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মে ৩১, ২০২০
১১:০৩ অপরাহ্ন
আপডেট : মে ৩১, ২০২০
১১:০৩ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও থেকে ২৬০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলো, টুকেরগাঁও গ্রামের মৃত তেরাব আলীর ছেলে আব্দুল হাসিম (৩৫) ও নোয়াগাঙ্গেরপাড় গ্রামের শামসুল ইসলামের ছেলে ফারুক আহমদ (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খাঁনের নির্দেশে এসআই সামছুল আরেফিনের নেতৃত্বে এএসআই আমির খসরু তালুকদারসহ একদল পুলিশের সহযোগিতায় আব্দুল হাসিমের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
স্থানীয়রা জানান আব্দুল হাসিম দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসা করে আসছিল। সে এলাকার যুব সমাজকে ইয়াবা সেবন করিয়ে বিপথগামী করছে। তার কাছ থেকে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় ইয়াবা সরবরাহ হতো বলেও জানা যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজিউল্লাহ খাঁন ইয়াবাসহ দুই যুবক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। করোনার এই মহামারীতে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সার্বক্ষণিক মাঠে রয়েছে।
তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জ উপজেলায় অপরাধ করে কেউ পার পাবে না। যেই অপরাধ করুক তাকে আইনের আওতায় আসতে হবে।
কেএ/বিএ-০৭