করোনায় মৃত শামসুদ্দিনের ব্রাদারের ছেলের পড়ালেখার দায়িত্ব নিলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


মে ৩১, ২০২০
১২:০১ অপরাহ্ন


আপডেট : মে ৩১, ২০২০
১২:০১ অপরাহ্ন



করোনায় মৃত শামসুদ্দিনের ব্রাদারের ছেলের পড়ালেখার দায়িত্ব নিলেন পররাষ্ট্রমন্ত্রী

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট শামসুদ্দিন হাসপাতালের ব্রাদার (নার্স) রুহুল আমিনের একমাত্র ছেলের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এই নার্সিং কর্মকর্তার ছেলে জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের ৭ম শ্রেণীতে পড়ুয়া আলীফের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারি শফিউল আলম জুয়েল।

তিনি জানান জানান, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে রুহুল আমিনের ছেলের পড়ালেখার জন্য তাঁর স্ত্রীর নামে ২ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়ার পাশাপাশি তার টিউশন ফি ও একাডেমিক সকল ব্যয় মওকুফের উদ্যোগ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের পরিবারের পাশে দাঁড়ানোয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান ও উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। এক বিবৃতিতে তারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নার্সিং কর্মকর্তা রুহুল আমিন গত ২২ মে করোনায় আক্রান্ত হন। গত শুক্রবার তার শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করানো হয়। ঐদিন রাতেই তিনি মৃত্যু বরণ করেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়। 

বিএ-১২