শ্বাসকষ্ট নিয়ে কাউন্সিলর ইলিয়াছুর রহমান শামসুদ্দিনে

নিজস্ব প্রতিবেদক


মে ৩১, ২০২০
০৩:১১ অপরাহ্ন


আপডেট : মে ৩১, ২০২০
০৩:১৩ অপরাহ্ন



শ্বাসকষ্ট নিয়ে কাউন্সিলর ইলিয়াছুর রহমান শামসুদ্দিনে

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন নগরের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান।

আজ রবিবার (৩১ মে) বিকেল চারটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক জন্মেজয় দত্ত। 

তিনি বলেন, শ্বাসকষ্ট নিয়ে কাউন্সিলর ইলিয়াছুর রহমান আজ বিকেল চারটার দিকে হাসপাতালে ভর্তি হোন। এখন অক্সিজেন দেওয়া হচ্ছে। উনার আগে একবার করোনা পরীক্ষা হয় সেখানে রিপোর্ট নেগেটিভ আসে। আমরা আবারো উনার করোনা পরীক্ষা করাবো।

জানা যায়, গত ২৪ মে কাউন্সিলর ইলিয়াছুর রহমান শহীদ শামসুদ্দীন হাসপাতালে গিয়ে করোনা টেস্ট করান। গত ২৬ মে তার রিপোর্ট নেগেটিভ আসে।

এনএইচ/বিএ-২৩