নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২০
০৪:৩০ অপরাহ্ন
আপডেট : মে ৩১, ২০২০
০৪:৩০ অপরাহ্ন
মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, ঘরে আটকে রাখা এবং আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে একে একে আক্রান্ত হয়েছেন বিশ্বনাথ থানা পুলিশের ৩৭ সদস্য। এরমধ্যে সুস্থ হয়েছেন ১২ জন। সুস্থরা এখনও কোয়ারেন্টিনে আছেন। তাই থানার কার্যক্রম চালাতে জেলা পুলিশ লাইন থেকে সেখানে ২৫ সদস্য যোগ দিয়েছেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মুসা সিলেট মিররকে বলেন, ‘মানুষ সচেতন হবে কি না জানি না। তবে মানুষকে করোনাভাইরাস থেকে বাঁচাতে গিয়েই আমরা আক্রান্ত হয়েছি।’ তবে সাধারণ মানুষ কষ্ট করে কয়েকদিন বাড়িতে থাকলে সিলেটে আক্রান্তের সংখ্যা এভাবে বৃদ্ধি পেত না বলে মনে করেন তিনি।
সিলেটে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিভাগের সকল সদর উপজেলাতেই আক্রান্তের হার সবচেয়ে বেশি। সদর উপজেলার পরেই রয়েছে সুনামগঞ্জের ছাতকের অবস্থান। উপজেলার বিবেচনায় বিশ্বনাথের অবস্থান অনেক পেছনে। তবে বিশ্বনাথ থানায় পুলিশ সদস্যরা সংক্রমিত হয়েছেন বেশি।
সিলেট জেলা পুলিশের এই থানার ১০২ সদস্যের মধ্যে ৩৭ জনই করোনায় আক্রান্ত। ইতোমধ্যে ১২ জন সুস্থ হয়ে উঠেছেন। তবে এখনও কোয়ারেন্টিনে রয়েছেন সবাই। থানার বাকি সদস্যরাও থানার বাইরের কাজ গুটিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, ‘এতজন সদস্য করোনায় আক্রান্ত হলে স্বাভাবিকভাবেই কাজের গতি কমে আসবে। তবে থানার কাজ স্বাভাবিক গতিতেই চলছে। জেলা পুলিশ লাইনস থেকে ২৫ জন সদস্য এসে যোগ দিয়েছেন কাজে সহযোগিতার জন্য। তারা স্থানীয় একটি বিদ্যালয়ে অবস্থান করছেন। থানা সংক্রান্ত কাজ আমরা করলেও বাইরের আনুষঙ্গিক কাজ তারাই করছেন।’
এ বিষয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফুর রহমান বলেন, ‘থানার সেবা থেকে যেন সাধারণ মানুষ বঞ্চিত না হন সেজন্যই পুলিশ লাইন থেকে পুলিশ সদস্যদের প্রেরণ করা হয়েছে। যারা আক্রান্ত রয়েছেন তাদের অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। বাকিরা দ্রুত সেরে উঠবেন বলে আশা করছি। পুলিশ সুপারও বিষয়টি নজরে রেখেছেন।’
বিশ্বনাথ থানায় আক্রান্তের সংখ্যা বেশি হলেও উপজেলায় অতোটা প্রভাব পড়েনি বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। প্রকৃত সংখ্যাটা জানাতে না পারলেও তিনি জানান, আক্রান্তের তালিকায় অনেক পেছনে এই উপজেলার অবস্থান। তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
আরসি/এনপি-০১