জৈন্তাপুরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

জৈন্তাপুর প্রতিনিধি


মে ৩১, ২০২০
০৪:৪৪ অপরাহ্ন


আপডেট : মে ৩১, ২০২০
০৪:৪৪ অপরাহ্ন



জৈন্তাপুরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

সিলেটের জৈন্তাপুর উপজেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, ইউনিয়ন পরিষদগুলোতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লফিয়ে বাড়ছে। উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮ জন। এরমধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ জন।আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৬জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন, মৃত্যুবরণ করছেন ১ জন। পরীক্ষার জন্য নতুন করে ৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত ট্রাক শ্রমিক উপজেলার দরবস্ত ইউনিয়নের সরুফৌদ গ্রামের জমির উদ্দিনের ছেলে জামাল উদ্দিনের শরীর প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সুব্রত দেব নাথ, একই অফিসের কাইয়ুম আহমদ, মো. আবু ইউসুফ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রাশেল ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শীশাকর কুমার ঘোষ এবং উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুফৌদ গ্রামের আসাদ উদ্দিন, জৈন্তাপুর উপজেলার সদর নিজপাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মচারী ধরনী কান্তি রায়, উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মচারী মুক্তাদির হোসেন মুক্তা এবং উপজেলা স্বাস্থ্য সহকারী করোনা কান্ত দে করোনা ভাইরাসে আক্রান্ত হন। গত ২৬ মে করোনা আক্রান্ত হয়ে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. আবুল হোসেন মৃত্যুবরণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, ‘আজ আমরা জৈন্তাপুর ইউনিয়ন পরিষদসহ অন্যান্য আক্রান্ত ব্যক্তিদের বাড়ির সদস্যসহ ৬১ জনের নমুনা সংগ্রহ করে সিলেটের ল্যাবে পাঠিয়েছি।

আরকে/এনপি-০২