গোয়াইনঘাট প্রতিনিধি
মে ৩১, ২০২০
০৪:৫০ অপরাহ্ন
আপডেট : মে ৩১, ২০২০
০৬:৫৮ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৫শ ৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২ হাজার ৭শ ৯৯ জন পরীক্ষার্থী সফলতা অর্জন করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন শিক্ষার্থী। দাখিল পরীক্ষায় ৩৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৫৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। দাখিল পরীক্ষায় ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছেন। পরীক্ষায় পাসের হার ৭৮.২৭। একমাত্র ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ে ১টি জিপিএ-৫ সহ শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
এবারের এসএসসি পরীক্ষায় গোয়াইনঘাট উপজেলায় জিপিএ-৫ পেয়েছে দশগাঁও নওয়াগাঁও স্কুল ৩টি, বঙ্গবীর এমএজি উচ্চবিদ্যালয় ৬টি, কোপার বাজার উচ্চবিদ্যালয় ২টি, ফারুক আহমদ কুনকুরি উচ্চবিদ্যালয় ৭টি, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয় ৬টি, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ১টি, আমির মিয়া উচ্চবিদ্যালয় ৬টি, সোহরাব আলী উচ্চবিদ্যালয় ও কলেজ ২টি, ডাক্তার ইদ্রিস আলী উচ্চবিদ্যালয় ১টি, কোওর বাজার উচ্চবিদ্যালয় ২টি, বাঘের সড়ক উচ্চবিদ্যালয় ১টি, সোনার বাংলা উচ্চবিদ্যালয় ১টি, মহসিন মনসুর ডৌবাড়ী উচ্চবিদ্যালয় ৪টি, পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চবিদ্যালয় ২টি, মদরিছ আলী উচ্চবিদ্যালয় ২টি ও বাউরভাগ দাখিল মাদরাসা ১টি।
এমএম/আরআর-০১