সিলেটে জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা, পাসের হারে ছেলেরা

নিজস্ব প্রতিবেদক


মে ৩১, ২০২০
০৫:১৪ অপরাহ্ন


আপডেট : মে ৩১, ২০২০
০৫:২২ অপরাহ্ন



সিলেটে জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা, পাসের হারে ছেলেরা

ফাইল ছবি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে ছেলেদের তুলনায় বেশি সংখ্যক মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে পাসের হারে এগিয়ে আছে ছেলে শিক্ষার্থীরা।

চলতি বছর সিলেট শিক্ষাবোর্ডে ৪ হাজার ২৬৩ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ২ হাজার ১৮২ জন মেয়ে ও ২ হাজার ৮১ জন ছেলে। আজ রবিবার (৩১ মে) সিলেট শিক্ষাবোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ এ তথ্য জানান।

জানা গেছে, জিপিএ-৫ প্রাপ্তদের প্রায় সবাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এবার বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ৯৩২ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে মেয়ে ১ হাজার ৯৫৮ জন ও ছেলে ১ হাজার ৯৭৪ জন। মানবিক বিভাগ থেকে মোট ১৭০ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মেয়ে ১২৮ জন ও ছেলে ৪২ জন। ব্যবসায় শাখা থেকে মোট ১৬১ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে মেয়ে ৯৬ জন ও ছেলে ৬৫ জন।

জিপিএ-৫ প্রাপ্তদের দিক থেকে মেয়েরা এগিয়ে থাকলেও পাসের হারে ছেলেরা এগিয়ে। মেয়েরা যেখানে ৭৮.৪৬ শতাংশ পাস করেছে বিপরীতে ছেলেরা পাস করেছে ৭৯.২৩ শতাংশ।

বিজ্ঞান বিভাগে পাস করেছে ৯১.৮৫ শতাংশ ছেলে ও ৮৯.১৯ শতাংশ মেয়ে। মানবিক শাখায় পাস করেছে ছেলে ৭৪.১৬ শতাংশ ও মেয়ে ৭৫.১৬ শতাংশ। ব্যবসায় শাখা থেকে ৮৬.৭৬ শতাংশ ছেলে ও ৮৮.১৬ শতাংশ মেয়ে পাস করেছে।

এনসি/এনপি-০৫