সিলেট মিরর ডেস্ক
মে ৩১, ২০২০
০৫:৪০ অপরাহ্ন
আপডেট : মে ৩১, ২০২০
০৫:৫২ অপরাহ্ন
ফাইল ছবি
এবারের এসএসসি পরীক্ষায় বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সাফল্য অর্জন করেছে। ২৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১১১ জন, পাসের হার ৯৮.২৮ শতাংশ।
প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ ফয়জুল হক প্রতিষ্ঠানের ভালো ফলাফলের পেছনে নিয়মশৃংখলা ও পাঠ-পরিকল্পনাসহ ডিজিটাল কন্টেন্ট ব্যবহার গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে উল্লেখ করেছেন। আগামীতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
আশানুরুপ ফলাফলের জন্য তিনি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত, গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৮০ জন শিক্ষার্থী।
এনপি-০৬