গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৮১.২৬

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ০১, ২০২০
০৬:০০ পূর্বাহ্ন


আপডেট : জুন ০১, ২০২০
০৬:৫৬ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৮১.২৬

এসএসসি,  দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল আজ রবিবার (৩১ মে) অনলাইনের মাধ্যমে একই সময়ে প্রকাশিত হয়েছে। এবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় মোট ৫টি কেন্দ্রে ৩৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৪ হাজার ১শ ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৩ হাজার ৪শ ৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১০২ জন। পাসের হার ৮১.২৬ শতাংশ।

আর ভোকেশনালে ১টি কেন্দ্রে মোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে ৩৪ জন। পাসের হার ৯৭.১৪ শতাংশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল ফলাফল ঘোষণার পর সিলেট মিররকে বলেন, গতবারের তুলনায় এবারের ফলাফল অনেক ভালো হয়েছে। তবে আগামীতে আরও ভালো ফলাফল হবে বলে আশা করছি।

এফএম/আরআর-০৩