সিলেট মিরর ডেস্ক
মে ৩১, ২০২০
০৬:৩০ অপরাহ্ন
আপডেট : মে ৩১, ২০২০
০৬:৩০ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার মসজিদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। উপজেলার ৪৮২টি মসজিদে ৫ হাজার টাকা করে এই অনুদান তুলে দেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।
আজ রবিবার (৩১ মে) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই অনুদান হস্তান্তর করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের ১২২ কোটি টাকা অনুদানের অংশ হিসেবে দক্ষিণ সুরমায় ৪৮২টি মসজিদ কমিটির কাছে হস্তান্তর করা হচ্ছে। এছাড়াও আমার নির্বাচনী এলাকার ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার মসজিদ গুলোতেও অনুদান পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান পরিস্থিতিতে এ ধরণের উদ্যোগ গ্রহণ করেছেন বলে দেশের মসজিদগুলো এই অনুদানের সুযোগ পাচ্ছে। এছাড়াও বিভিন্ন কওমি মাদ্রাসায় এতিম শিশুদের জন্য প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। আওয়ামীলীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দক্ষ চিন্তা, চেতনার মাধ্যমে সকল ক্ষেত্রে দেশের জনগণ সুফল ভোগ করতে পারবেন।
তিনি আরও বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিস্তার রোধে সরকার বিভিন্ন ভাবে জনগণকে নিয়ম নীতি মেনে চলতে নির্দেশনা জারি করেছে। নির্দেশনা মেনে চললে এরোগের প্রাদুর্ভাব থেকে জনগণকে সুরক্ষা করা সম্ভব। তিনি সমাজের সর্বস্তরের জনসাধারণকে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজের স্বাস্থ্য সুরক্ষা, পরিবার ও দেশকে করোনা ভাইরাস মুক্ত রেখে দেশকে এগিয়ে নিতে এরোগের প্রাদুর্ভাব থেকে সুরক্ষিত রাখতে সরকারকে সহযোগিতা করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক শামীম আহমদ, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন, মোগলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, ইসলামি ফাউন্ডেশনের প্রতিনিধি এমদাদ প্রমুখ।
আরসি-০৪/