জকিগঞ্জ প্রতিনিধি
মে ৩১, ২০২০
০৬:৫৬ অপরাহ্ন
আপডেট : মে ৩১, ২০২০
০৭:১৫ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জে এবার এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ২৭৮ জন। উপজেলায় পাসের হার ৭৮.৭০। জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে উপজেলায় ফলাফলের দিক দিয়ে শীর্ষে রয়েছে মৌলভী ছাইর আলী উচ্চবিদ্যালয়। পুরো উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেছে।
জকিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে পাসের হার ৮৭.৫৯, জিপিএ-৫ পেয়েছে ২ জন। জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পাসের হার ৭২.৮২, জিপিএ-৫ পেয়েছে ৫ জন। মৌলভী ছাইর আলী উচ্চবিদ্যালয়ে পাসের হার ৯৫.৩৭, জিপিএ-৫ পেয়েছে ৪ জন। গুরুসদয় স্কুল এন্ড কলেজে পাসের হার ৯০.৪০, জিপিএ-৫ পেয়েছে ২ জন। গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজে পাসের হার ৮৫.৭৯। জোবেদ আলী উচ্চবিদ্যালয়ে পাসের হার ৮৬.৭৫, জিপিএ-৫ পেয়েছে ৫ জন। গোলাম মোস্তফা চৌধুরী একাডেমীতে পাসের হার ৮০.৩৫, জিপিএ-৫ পেয়েছে ১ জন। ঈদগাহ বাজার উচ্চবিদ্যালয়ে পাসের হার ৮০.৭৯, জিপিএ-৫ পেয়েছে ১ জন। শেরুলবাগ মাধ্যমিক বিদ্যালয়ে পাসের হার ৮৪.৬২, জিপিএ-৫ পেয়েছে ৪ জন। কাজী আব্দুল খালিক উচ্চবিদ্যালয়ে পাসের হার ৮৪.৩৮। আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতনে পাসের হার ৮৬.৫৪। সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনে পাসের হার ৫৪.১৭। জকিগঞ্জ গার্লস হাইস্কুলে পাসের হার ৫০.০০। বারহাল এহিয়া উচ্চবিদ্যালয়ে পাসের হার ৫৯.৬৬। ইছামতি উচ্চবিদ্যালয়ে পাসের হার ৬২.৬২। ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ে পাসের হার ৬৮.০৪, জিপিএ-৫ পেয়েছে ১ জন। লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজে পাসের হার ৫১.৮৩, জিপিএ-৫ পেয়েছে ২ জন। শাহবাগ উচ্চবিদ্যালয় এন্ড কলেজে ৭৮.৮৩। ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনে পাসের হার ৬৮.৪৫। সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ে পাসের হার ৬৮.২২, জিপিএ-৫ পেয়েছে ১ জন। হাফিজ মজুমদার বিদ্যানিকেতনে পাসের হার ৬২.০০। এম আর মজুমদার বিদ্যানিকেতনে পাসের হার৭৫.৪৭, জিপিএ-৫ পেয়েছে ২ জন। সীমান্তিক ইন্টারন্যাশনাল হাইস্কুলে পাসের হার ৮৩.৭৮।
দাখিলে জকিগঞ্জ উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা। এ মাদরাসায় পাসের হার ৯৬.০০। সবচেয়ে খারাপ ফলাফল করেছে রশিদিয়া বালিকা মাদরাসা। ৫ জন পরীক্ষা দিয়ে মাত্র ১ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ২০.০০। এছাড়া ইছামতি কামিল মাদরাসায় পাসের হার ৮২.৯৩, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসায় পাসের হার ৫৩.৮৫, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদরাসায় পাসের হার ৭৫.০০, ডা. তফাজ্জুল আলী মহিলা মাদরাসায় পাসের হার ৬৬.৬৭, বরকতপুর মাদরাসায় পাসের হার ৬৩.৬৪, বারহাল হাটুবিল মাদরাসায় পাসের হার ৯৫.০০, বেউর বালিকা মাদরাসায় পাসের হার ৬৬.৬৭, চাপঘাট মাদরাসায় পাসের হার ৮০.৬৫, গোটারগ্রাম মাদরাসায় পাসের হার ৬৮.১৮, হাজী তৈয়ব আলী মাদরাসায় পাসের হার ৬০, কসকনকপুর গাজীর মোকাম মাদরাসায় পাসের হার ৯০.৬২, মুন্সীপাড়া মাদরাসায় পাসের হার ৯২.৩১, নবীগঞ্জ মাদরাসায় পাসের হার ৯০.২৪, পীরনগর মাদরাসায় পাসের হার ৬১.৯০, পূর্ব ইছামতি মাদরাসায় পাসের হার ৭৭.৭৮, সোনাপুর মাদরাসায় পাসের হার ৯০.০০, থানাবাজার মাদরাসায় পাসের হার ৫০.৭৮, উত্তরকুল মাদরাসায় পাসের হার ৮১.০৩ এবং আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদরাসায় পাসের হার ৬৮.৫৭ শতাংশ।
ওএফ/আরআর-০৬