ফারহান মাসউদ আফছর, গোলাপগঞ্জ
মে ৩১, ২০২০
০৭:৫৮ অপরাহ্ন
আপডেট : মে ৩১, ২০২০
০৭:৫৮ অপরাহ্ন
সারাদেশের ন্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার ফল প্রকাশের সময় বিদ্যালয়গুলোর চিরাচরিত উৎসবমুখর পরিবেশ এবার নেই। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবার মোবাইলে খুদে বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে। ফলে বিদ্যালয়গুলোতে সুনসান নিরবতা বিরাজ করেছে।
আজ রবিবার (৩১ মে) উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায়, সবগুলো বিদ্যালয়ে শুধু প্রধান শিক্ষকের কক্ষ ও অফিস কক্ষ খোলা রয়েছে।
স্কুলগুলোতে ফলাফল প্রকাশের দিনের সাধারণ আনন্দ-উৎসব নেই। নেই কৃতী শিক্ষার্থীদের ছুটোছুটি, নেই মিষ্টি বিতরণ। আগে ফলাফল প্রকাশের দিন শিক্ষার্থী-অভিভাবকের উপস্থিতিতে গমগম করতো পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
উপজেলার তেমন একটি বিদ্যালয় ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চবিদ্যালয় ও কলেজ। এই বিদ্যালয়ে প্রতিবারই বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসির ফল জানতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকত ফলপ্রার্থী ও অভিভাবকদের উপস্থিতি। সবার উৎকণ্ঠার অবসান ঘটিয়ে যখন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হতো, সঙ্গে সঙ্গেই আনন্দ-উল্লাসে ভেসে যেত পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। আশানুরূপ ভালো ফলাফলে আনন্দের বন্যায় ভেসে যেত শিক্ষার্থীরা। বিজয় চিহ্ন দেখিয়ে, ছবি আর সেলফি তুলে আনন্দ প্রকাশে ব্যস্ত থাকত তারা। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে ঘরে থেকে ব্যতিক্রমভাবে ফলাফল জানতে হলো এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের।
একইভাবে উপজেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘরে বসে জানতে হলো ফলাফল। এই নীরব-নিঃশব্দ পরিবেশ ভীতিকর ও কষ্টদায়ক বলে মন্তব্য করেছেন অনেক শিক্ষক। তারা এই কঠিন অবস্থা থেকে পরিত্রাণে সৃষ্টিকর্তার আশির্বাদ প্রার্থনা করেছেন।
সাবেক ছাত্রনেতা ও কলামিস্ট হোসেন আহমদ বলেন, আজকের এই ফলাফলের মধ্যে দিয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আমি অভিবাদন জানাই। পাশাপাশি সরকারের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ রকম একটি সংকটময় পরিস্থিতিতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে তাদের ফলাফল পৌঁছে দেওয়ার জন্য। আশা করি অচিরেই আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারব। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আবার স্কুলে যাবে আনন্দের সহিত জ্ঞান অর্জন করতে।
রনকেলী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু বলেন, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। করোনাভাইরাস মহামারীর কারণে এবারের এসএসসির ফলাফল অনলাইনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। করোনার কারণে উদ্ভুত পরিস্থিতিতে প্রতিবছরের ন্যায় ছাত্রছাত্রীরা আনন্দ করতে পারছে না। তবে আমি আশাবাদী সমগ্র বিশ্ব এই সংকটকে কাটিয়ে উঠতে সক্ষম হবে। তখন আমরা সবাই এক সঙ্গে মিলিত হবো।
ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন বলেন, আমাদের শিক্ষার্থীরা জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা অর্জনের পরবর্তী ধাপে উন্নীত হয়েছে। তাদের এই স্মরণীয় সময়টি তারা উদযাপন করতে পারছে না। সেজন্য তাদের জন্য আমাদের শিক্ষকদের মধ্যে কিছুটা আফসোস আছে। তবে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আমাদের নিজেদের রক্ষা করা প্রধান দায়িত্ব। আমাদের সকল ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবকদের সচেতনতার মাধ্যমে নিজেদের নিরাপদে রাখতে হবে। পাশাপাশি আমি সরকারকে অভিনন্দন জানাচ্ছি এ রকম একটি দুর্যোগময় পরিস্থিতিতে প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে তাদের ফলাফল পৌঁছে দেওয়ার জন্য।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল বলেন, এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল গতবারের তুলনায় অনেক ভালো হয়েছে। তবে আগামীতে আরও ভালো ফলাফল হবে আশা করছি।
তিনি বলেন, করোনাভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে এসএসসি পরীক্ষার্থীরা প্রতিষ্ঠানে না এসে ঘরে বসেই খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানতে পেরেছে। এটা সরকারের খুবই চমৎকার একটি সিদ্ধান্ত ও যুগান্তকারী সফলতা। সরকারের এ সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই।
এফএম/আরআর-০৯