সিলেটে দুই সাংবাদিকসহ ২২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ০১, ২০২০
০৭:৫৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ০১, ২০২০
০৯:২৯ পূর্বাহ্ন



সিলেটে দুই সাংবাদিকসহ ২২ জনের করোনা শনাক্ত

সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় আজ রবিবার (৩১ মে) ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

হিমাংশু লাল রায় জানান, হাসপাতালের ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। 

জানা গেছে, আক্রান্তদের মধ্যে মহানগর ও সদর উপজেলায় ১০ জন, জৈন্তাপুরের ৭ জন, দক্ষিণ সুরমার ৪ জন এবং গোলাপগঞ্জ উপজেলার একজন রয়েছেন। আক্রান্তদের মধ্যে বেসরকারি দুটি টেলিভিশনে কর্মরত একজন সাংবাদিক ও একজন ক্যামেরাপারসন রয়েছেন।

এনসি/এনপি-১৪