নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২০
০৯:৪৩ অপরাহ্ন
আপডেট : জুন ০১, ২০২০
১০:৪৫ পূর্বাহ্ন
মৌলভীবাজার ও হবিগঞ্জে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৫০ জনকে শনাক্ত করা হয়েছে। আজ রবিবার (৩১ মে) মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ এবং হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিছুর রহমান উজ্জ্বল সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, জেলায় আজ নতুন করে আরও ৩০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৮।
তিনি রাতে সিলেট মিররকে বলেন, ‘আজ রবিবার নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও স্বাস্থকর্মীও আছেন। এর মধ্যে শ্রীমঙ্গলের ১৮ জন, কুলাউড়ার ৩ জন, রাজনগরের ১ জন, কমলগঞ্জের ৬ জন ও বড়লেখার ২ জন।'
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিছুর রহমান উজ্জ্বল জানান, আজ রাতে ঢাকার ল্যাব থেকে করোনাভাইরাসে আক্রান্ত হবিগঞ্জের আরও ২০ জনকে শনাক্তের রিপোর্ট এসেছে। এ নিয়ে হবিগঞ্জে মোট ১৯১ জন আক্রান্ত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৮৭ জন। আর মারা গেছেন একজন।
আজ শনাক্ত হওয়া ২০ জনের মধ্যে বাহুবলের ৮ জন, চুনারুঘাটের ৪ জন, সদর উপজেলার ৪ জন, আজমিরীগঞ্জের ২ জন, নবীগঞ্জের ১ জন ও লাখাইয়ের ১ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য এবং স্বাস্থ্যকর্মীও আছেন।
এনপি-১৬