করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিনে আরও দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


মে ৩১, ২০২০
১০:২৯ অপরাহ্ন


আপডেট : মে ৩১, ২০২০
১০:৪৩ অপরাহ্ন



করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিনে আরও দুইজনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয় রবিবার বিকেলে, রাতে মৃত্যু হয় অন্যজনের। মৃতদের মধ্যে একজনের বাসা নগরের দরগা মহল্লা এলাকায়। করোনার উপসর্গের সঙ্গে তাঁর হৃদরোগও ছিল। 

মৃত দুজনেই পুরুষ। তাদের একজনের লাশ ইতোমধ্যে দাফন করা হয়েছে। হাসপাতালটির আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘মৃত দুইজনের মধ্যে একজনের করোনা ছিল বলে আমাদের সন্দেহ। তাই তার লাশ রাতেই মানিক পীরের টিলাতে দাফন করা হয়েছে। অন্যজনের মৃত্যু বার্ধক্যজনিত রোগে হয়েছে বলে আমাদের ধারণা। তাই তার লাশ আজ সোমবার সকালে দাফন করা হবে।’

মৃত দুজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘নমুনা পরীক্ষা হলেই নিশ্চিত হওয়া যাবে তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না।’

আরসি-০১/