সুস্থ হয়ে উঠছেন নাদেল, বুধবার আবার পরীক্ষা করাবেন

নিজস্ব প্রতিবেদক


জুন ০২, ২০২০
০১:০৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ০২, ২০২০
০৪:৫৪ পূর্বাহ্ন



সুস্থ হয়ে উঠছেন নাদেল, বুধবার আবার পরীক্ষা করাবেন

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সুস্থ হয়ে উঠেছেন। কোনো উপসর্গও এখন নেই। আগামী বুধবার পুনরায় করোনা শনাক্তকরণ পরীক্ষা করবেন বলেও জানা গেছে।  

এমন তথ্য সিলেট মিররকে আজ সোমবার (১ জুন) নিজেই দিয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি বলেন, ‘এখন শরীর অনেকটাই সুস্থ আছে। জ্বর, কাশি বা অন্য কোনো উপসর্গও নেই। আমি শুরু থেকেই বাসায় ছিলাম। সবার দোয়ায় ভালো আছি। আগামী বুধবার আবার করোনা শনাক্তের পরীক্ষা করাব। পরে আরও কয়েক ধাপে পরীক্ষা করাব।’

প্রসঙ্গত, গত ২৩ মে করোনা আক্রান্ত হয়ে নিজ বাসাতেই চিকিৎসাধীন ছিলেন নাদেল। প্রবল মানসিক শক্তি ও স্বজনদেন নিবিড় পরিচর্যায় এক সপ্তাহের ব্যবধানেই অদৃশ্য এই শত্রুকে পরাভুত করেছেন।

আরসি/বিএ-১৮