শামসুদ্দিনে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


জুন ০২, ২০২০
০১:২০ পূর্বাহ্ন


আপডেট : জুন ০২, ২০২০
০১:২৪ পূর্বাহ্ন



শামসুদ্দিনে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি সুনামগঞ্জের ছাতকে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন। 

তিনি জানান, আজ সোমবার (১ জুন) দুপুরে শামসুদ্দিন হাসপাতালে ছাতকের একজন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়। তিনি গত ২৮ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সিরেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক জন্মেজয় দত্ত জানান, আজ দুপুর দেড়টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার একজনের মৃত্যু হয়। তিনি হাসপাতালের আইসি ইউতে ভর্তি ছিলেন।

এনএইচ/বিএ-১৯