বালাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

বালাগঞ্জ প্রতিনিধি


জুন ০১, ২০২০
০১:৪৫ অপরাহ্ন


আপডেট : জুন ০১, ২০২০
০১:৪৬ অপরাহ্ন



বালাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

সিলেটের বালাগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ঐ ব্যক্তি উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা। গতকাল রবিবার (৩১মে) সন্ধ্যার দিকে তিনি মৃত্যুবরণ করেন। 

আজ সোমবার (১জুন) দুপুর ১২টার দিকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের সদস্যরা মৃত ব্যক্তি, তার স্ত্রী ও ছেলের নমুনা সংগ্রহ করেন। 

এই বিষয়ে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম এস শাহরিয়ার বলেন, রাত একটার দিকে বিষয়টি জানতে পারি। লাশ দাফনের পূর্বে মেডিকেল টিমের সদস্যরা সেখানে গিয়ে মৃত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে দাফন-কাপন করার জন্য বলে দেওয়া হয়। 

এদিকে দুপুর ২টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশের দাফন সম্পন্ন করা হয়েছে। 

 

এসএ/আরসি-০৪