নিজস্ব প্রতিবেদক
জুন ০২, ২০২০
০২:৩৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ০২, ২০২০
০২:৩৮ পূর্বাহ্ন
দুইমাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সারাদেশের মতো সিলেট রুটেও চালু হয়েছে অভ্যন্তরীন বিমান চলাচল। আজ সোমবার (১ জুন) সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে দুইটি ফ্লাইট। ঢাকা থেকেও সিলেটে এসেছে দুইটি ফ্লাইট।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ প্রথম দিনে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে চারটি ফ্লাইট যাওয়ার কথা থাকলেও যাত্রী সংকটে বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটই বাতিল হয়েছে। তবে নির্ধারিত সময়ে উড়েছে ইউএস বাংলা এয়ারলাইনস ও নভো এয়ারের দুটি ফ্লাইট।
বিমানবন্দর সুত্র জানিয়েছে, দুপুর ১টা ৫৫ মিনিটে ৩৩ জন যাত্রী নিয়ে নভো এয়ার সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে আর আসে নভোএয়ারের ফ্লাইটটি। পরে ১ টা ৩০ মিনিটে ৩৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। আর দুপুর ২ টা ২০ মিনিটে ইউ এস বাংলা ৩৯ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
অন্যদিকে, আজ দুপুর ১ টায় ৪৫ মিনিটে ২৯ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট আর দুপুর ১ টায় নভোএয়ারের একটি ফ্লাইট ৩০ জন যাত্রী নিয়ে সিলেট আসে।
তবে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট যাত্রী সংকটে বাতিল হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স সিলেটের জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার।
তিনি বলেন, আজ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে দুইটি ফ্লাইট যাত্রী সংকটের কারণে ছেড়ে যায়নি। তবে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে যাত্রী সংকট আর থাকবে না।
এ বিষয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনেই ফ্লাইটগুলো যাওয়া আসা করেছে। এয়ারলাইনসগুলোর পক্ষ থেকে যাত্রীদের সরবরাহ করা হয়েছে গ্লাভস, মাস্কসহ সুরক্ষা সামগ্রী।
এনএইচ/আরসি-০৮