দক্ষিণ সুরমার খালপারে পেপে চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


জুন ০১, ২০২০
০৫:০৪ অপরাহ্ন


আপডেট : জুন ০১, ২০২০
০৫:০৪ অপরাহ্ন



দক্ষিণ সুরমার খালপারে পেপে চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট সিলেট এর উদ্যোগে রবিবার কৃষকদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের খালপার গ্রামে অনুষ্ঠিত হয়

কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রাখায় রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কৃষক সৈয়দুর রহমানের বাড়িতে অনুষ্ঠিত হয় দিনব্যাপী কর্মশালায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন সিলেটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এনায়েত উল্লাহ, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আবু সাদাত হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন সিলেটের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মেহেদী হাসান কৃষকদের জমি থেকে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সংগৃহিত মাটির নমুনা মিশ্রিতকরন এবং চারা রোপনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অতিথিরা কর্মশালায় অংশগ্রহনকারী কৃষকদের মধ্যে পেপে গাছের চারা বিতরন করেন

কর্মশালায় অংশনেন সিআইজি খালপার শাখার সভাপতি জিয়াউল ইসলাম,ডা.তায়েফ আহমদ, দুলাল আহমদ, সাহেদ আহমদ, পুরানগাও শাখার সভাপতি ইয়াকুব মিয়া, আব্দুল কাইয়ুম, রাজা মিয়া, সমসাদ মিয়া, মো. আফতাব উদ্দিন ও বেলাল আহমদসহ ৪০ জন

সভায় উপস্থিত কৃষকরা করোনাকালীন সময়ে সবজিচাষে উদ্বুদ্ধকরনে উৎসাহ দেওয়ায় দেশের কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান কৃষকরা কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট আগামীতে ইউনিয়নের খালপার গ্রামকে পেপে চাষের জন্য আরো সহযোগিতার আহবান জানান। তারা এই গ্রামকে পেপে চাষের জন্য মডেল হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন

কর্মশালায় কমন ইন্ট্যারেষ্টেড গ্রæ (সিআইজি) দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের খালপার,সৈয়দপুর পুঁরানগাও এর সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন একদিনের কর্মশালায় সিআইজি এবং ননসিআইজির প্রায় ৪০ জন সদস্য অংশগ্রহন করেন 

এএন/০৭