জৈন্তাপুরে নতুন আক্রান্ত ৭, আইসোলেশনে ২ জন

জৈন্তাপুর প্রতিনিধি


জুন ০১, ২০২০
০৫:২৪ অপরাহ্ন


আপডেট : জুন ০১, ২০২০
০৫:২৪ অপরাহ্ন



জৈন্তাপুরে নতুন আক্রান্ত ৭, আইসোলেশনে ২ জন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উপজেলার সরকারি-বেসরকারি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উপজেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। একই পরিবারের ৩ জনসহ নতুন আক্রান্ত হয়েছেন ৭ জন, বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন ২১ জন, স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন ২ জন, সুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছেন ১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন। এছাড়া নতুন নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ জনের। 

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলায় গত ১৬ এপ্রিল প্রথমে ১ জন পরিবহন শ্রমিকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। বিশেষ করে গত ২২ মে থেকে ক্রমাগত আক্রান্তের সংখ্যায় যুক্ত হচ্ছেন নতুন নতুন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত তালিকা সূত্রে জৈন্তাপুরে আরও ৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা হলেন- করোনায় মারা যাওয়া ইউপি সচিব মো. আবুল হোসেনের স্ত্রী ইমরানা বেগম (২৩), তার ১৯ মাস বয়সী শিশু সন্তান হাসান আহমদ আদিল, ছোট ভাই মো. কামরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের প্রধান হিসাব সহকারী আলী আকবর, বিছনাটেক কমিউনিটি ক্লিনিক, দরবস্ত এর সিএইচসিপি মো. আতিকুল হক, উপজেলা নির্বাহী কার্যালয় কর্তৃক মনোনীত সেচ্ছাসেবী সংগঠন বাতায়ন'র স্বেচ্ছাসেবক সাংবাদিক রাশেল আহমদ মাহফুজ এবং একই সংগঠনের স্বেচ্ছাসেবী মো. সাজ উদ্দিন সাজু। তাদের মধ্যে করোনায় আক্রান্ত আলী আকবর ও সেলিম আহমদকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ শয্যাবিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার সিলেট মিররকে বলেন, আজ (সোমবার) আমরা জৈন্তাপুর থেকে ২৬ জনের নমুনা সংগ্রহ করেছি। নতুন ২৬ জনের নমুনাসহ মোট ১১৯ জনের নমুনা পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছি। আর আক্রান্তদের মধ্যে ২ জনকে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

 

আরকে/আরআর-০৪