সিলেটে করোনায় মৃত নার্সের ছেলেকে ২ লাখ টাকার সঞ্চয়পত্র দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


জুন ০১, ২০২০
০৬:৩৪ অপরাহ্ন


আপডেট : জুন ০১, ২০২০
০৬:৩৪ অপরাহ্ন



সিলেটে করোনায় মৃত নার্সের ছেলেকে ২ লাখ টাকার সঞ্চয়পত্র দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুহুল আমিনের ছেলের লেখাপড়ার খরচ চালানোর জন্য ব্যক্তিগত তহবিল থেকে ২ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

সোমবার (১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত মো. রাজিমন হাসান আলিফের লেখাপড়ার জন্য এ অর্থ ব্যয় হবে। সঞ্চয়পত্র তার মায়ের (রুহুল আমিনের স্ত্রী) নামে কিনে দেওয়া হবে।

রাজিমন হাসানের পরিবারের আর্থিক সংকট লাঘবে বেতন মওকুফ ও অন্যান্য আর্থিক সুবিধা দিতে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতিকে একটি ডিও লেটার পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

জেএসএস/এনপি-১০