গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ০১, ২০২০
০৭:০৬ অপরাহ্ন
আপডেট : জুন ০১, ২০২০
০৭:০৬ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ি এলাকায় একই পরিবারের এক শিশুসহ ১২ জন করোনা জয় করেছেন। এর মধ্যে ৪জন পুরুষ, ৭জন জন মহিলা ও একজন শিশু রয়েছে। আজ সোমবার (১ মে) রাতে উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পৌরসভার টিকরবাড়ি এলাকার ১ শিশু ও নারীসহ ১২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। আজ পুনরায় তাদের নমুনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট নেগেটিভ আসে।
এদিকে এখন পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৫০ জন। এর মধ্যে মোট সুস্থ হয়েছেন ১৮ জন। মারা গেছেন ১ জন।
এফএম/এনপি-১৪