গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ০১, ২০২০
০৭:২৩ অপরাহ্ন
আপডেট : জুন ০১, ২০২০
০৭:২৪ অপরাহ্ন
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ থেকে সুস্থ হয়ে আবারও কর্মস্থলে যোগ দিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. শারমীন ফেরদৌস কুহিন।
গতকাল রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে, মিষ্টিমুখ করিয়ে তাকে বরণ করে নেন। বাসায় কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিয়েই সম্পূর্ণ সুস্থ হয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে এ চিকিৎসক নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘করোনা পজিটিভ শুনে প্রথমে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলাম। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সবার সহযোগিতায় সুস্থ হয়ে আবারও কর্মক্ষেত্রে যোগদান করেছি।’ সহকর্মীদের এমন আন্তরিকতার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী বলেন, ‘ডা. শারমিন চাইলে বাড়িতে কয়েকদিন বিশ্রাম নিতে পারতেন, কিন্তু গোলাপগঞ্জের মানুষের কথা চিন্তা করে করোনা যুদ্ধে যোগ দিতে আবারও কর্মস্থলে যোগদান করেছেন।
উল্লেখ্য গত ১৪ মে নমুনা পরীক্ষার পর ডা. শারমিন ফেরদৌস কুহিনের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
প্রসঙ্গত, গোলাপগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ৫০ জন।
এফএম/এনপি-১৫