ওসমানীনগর প্রতিনিধি
জুন ০১, ২০২০
০৭:৪৪ অপরাহ্ন
আপডেট : জুন ০১, ২০২০
০৭:৫৯ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ওসমানীনগর উপজেলার ৩৯৯টি মসজিদে পাঁচ হাজার টাকার অনুদান বিতরণ অব্যাহত রয়েছে।
আজ সেমাবার (১ জুন) বেলা ১১টায় তাজপুর ও দুপুর ১টায় সাদিপুর ও পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদ হলে মসজিদের ৫ হাজার টাকার চেক মসজিদের সভাপতি/সেক্রেটারির হাতে তুলে দেওয়া হয়। ধারাবাহিকভাবে অন্যান্য ইউনিয়নের মসজিদেও বিতরণ করা হবে বলে জানা গেছে।
পৃথক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা নিবাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার। এ সময় তিনি বলেন, ‘এ অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে দেওয়া হয়েছে মসজিদের উন্নয়নের জন্য।’ ইমামদেরকে দেওয়া হবে কি না তা স্পষ্ট নয়। বিশেষ করে এ টাকা দিয়ে মসজিদের জন্য স্প্রে ও সাবান ক্রয় করে মসজিদকে জীবানুমক্ত রাখতে সকলের প্রতি অনুরোধ করেন তিনি।
এছাড়া তাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বানীর সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আবদাল মিয়া, বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, জাতীয় পার্টী নেতা সুফি মাহমুদ, ইউপি সদস্য ও তাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল জহুর শুকুর, ওসমানীনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ঈসমাইল আলী, ইফার সাধারণ কেয়ার টেকার সৈয়দ শামছুল ইসলাম প্রমূখ। করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মোল্রাপাড়া মাদরাসা মসজিদের ইমাম কারী জাহিদুর রহমান।
এদিকে, গত শনিবার (৩০ মে) উমরপুর ইউনিয়নের ৬১টি মসজিদে নগদ অর্থ বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্ব ও ইসলামিক ফাইন্ডেশন ওসমনীনগর উপজেলার মডেল কেয়ার টেকার খলিলুর রহমানের পরিচালনায় এ অর্থ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা নিবাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার।
উডি/এনপি-১৭