সিলেটে চিকিৎসক, পুলিশসহ ৪৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ০১, ২০২০
০৮:১৮ অপরাহ্ন


আপডেট : জুন ০১, ২০২০
০৮:৪৫ অপরাহ্ন



সিলেটে চিকিৎসক, পুলিশসহ ৪৯ জনের করোনা শনাক্ত

সিলেট জেলায় আজ সোমবার (১ জুন) চিকিৎসক, পুলিশসহ ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের ল্যাবে আজ ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক ও কয়েকজন পুলিশ সদস্য আছেন। 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, কোম্পানীগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা ছাড়া সিলেটের সকল উপজেলার বাসিন্দা রয়েছেন নতুন শনাক্ত হওয়াদের তালিকায়। 

এনসি/এনপি-২০