জকিগঞ্জে শ্রমিকদের অনুদান দিলেন মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন

জকিগঞ্জ প্রতিনিধি


জুন ০১, ২০২০
০৮:২৮ অপরাহ্ন


আপডেট : জুন ০১, ২০২০
০৮:২৮ অপরাহ্ন



জকিগঞ্জে শ্রমিকদের অনুদান দিলেন মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন

সিলেটের জকিগঞ্জ উপজেলার আইটিভি'র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের নিজস্ব অর্থায়নে সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন উপ-পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার শ্রমিকদের মাঝে নগদ অর্থ অনুদান বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১ জুন) বিকেলের দিকে উপজেলার শাহগলী বাসস্ট্যান্ডে শ্রমিকদের কার্যালয়ে উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন এ অনুদান বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এখলাছুর রহমান, জকিগঞ্জ উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল হক, সহ-সভাপতি শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক জলিল উদ্দিন হাসিম, সহ-সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ, কোষাধ্যক্ষ মাসুদ আহমদ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক হামিদ আহমদ, দরকষাকষি সম্পাদক বাদল আহমদ, প্রচার সম্পাদক শাহাব উদ্দিন, ক্রীড়া সম্পাদক বাবুল আহমদ, দপ্তর সম্পাদক খালেদ আহমদ প্রমুখ।

পরে এক প্রতিক্রিয়ায় জকিগঞ্জ উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল হক বলেন, অবশেষে বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন নিজস্ব অর্থ দিয়ে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। করোনাভাইরাসের প্রভাব পড়ার পর থেকে কেউ গৃহনির্মাণ শ্রমিকদের খোঁজ-খবর নেয়নি। ফরিদ উদ্দিনের মতো সমাজের সকল বিত্তশালী অসহায় মানুষের পাশে থাকলে কঠিন পরিস্থিতিতে কেউ না খেয়ে থাকতে হবে না।

জকিগঞ্জ আইটিভি'র চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন বলেন, করোনাভাইরাসের প্রভাবে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছেন। সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। প্রবাসীদের অনেক সংস্থার মাধ্যমেও এলাকার মানুষকে সহায়তা দিয়েছি। নিজের মনের তৃপ্তি মেটাতে গৃহনির্মাণ শ্রমিকদের সামান্য অনুদান দিয়েছি। বিত্তবান সকলের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সকলের সহযোগিতায় কঠিন সময় মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে।

 

ওএফ/আরআর-০৮