ওসমানীনগর প্রতিনিধি
জুন ০২, ২০২০
১১:২১ পূর্বাহ্ন
আপডেট : জুন ০২, ২০২০
১১:২১ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে নতুন করে আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সোমবার (১ জুন) নতুন করে উপজেলায় আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, গত ২৭ মে জ্বর সর্দি থাকায় পল্লী চিকিৎসক, ব্যংক কর্মকর্তা ও চট্টগ্রাম ফেরত এক তরুনের নমুনা সংগ্রহ করা হয়। আজ সোমবার তাদের নমুনা পরিক্ষার ফলাফলে পজিটিভ এসেছে। রোগীদের সঙ্গে ফোনে কথা হয়েছে। আমরা কাল তাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করব। পরবর্তীতে তাদের পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।
নতুন করে করোনায় শনাক্ত ৩ জনের মধ্যে একজন উপজেলার গোয়ালাবাজারের পল্লী চিকিৎসক (৫০), তাজপুর সোনালী ব্যাংকের কর্মকতা (৩০) ও অন্যজন উপজেলার উছমানপুর ইউপির সুলতানপুর গ্রামের চট্টগ্রাম ফেরত এক কিশোর (১৭)।
এ নিয়ে উপজেলায় এখন মোট করোনা রোগীর সংখ্যা ১৫ জন। এর মধ্যে একজন মারা গেছেন আর সুস্থ হয়েছেন ৩জন।
ইউডি/বিএ-০২