নিজস্ব প্রতিবেদক
জুন ০২, ২০২০
১০:৪৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ০২, ২০২০
১০:৫৫ পূর্বাহ্ন
সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ মঙ্গলবার (২ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে ২৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে মঙ্গলবার সকাল পর্যন্ত ১ হাজার ৯৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৬০১ জন, সুনামগঞ্জে ১৭৪ জন, হবিগঞ্জে ১৯২ জন ও মৌলভীবাজারে ১২৮ জন।
সিলেট বিভাগে করোনা আক্রান্তদের মধ্যে ১৩৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৫২ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৫৬ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫৭ জন ও মৌলভীবাজারে ২ জন।
সিলেট বিভাগে মঙ্গলবার সকাল পর্যন্ত ৩১৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৯৭ জন, সুনামগঞ্জে ৬৩ জন, হবিগঞ্জে ১০৩ জন ও মৌলভীবাজারে ৫১ জন।
জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ২৪ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৮ জন, হবিগঞ্জে একজন মৌলভীবাজারে চারজন ও সুনামগঞ্জে একজন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, গতকাল সোমবার সিলেট ও সুনামগঞ্জে আরও ৫৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একইদিন মারা গেছেন ৫ জন।
এনসি/বিএ-১০