কানাইঘাট প্রতিনিধি
জুন ০৩, ২০২০
১২:৩৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৩, ২০২০
১২:৩৪ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কানাইঘাটে প্রথম একজনের মৃত্যু হয়েছে। সিলেটের করোনা চিকিৎসাকেন্দ্র শহীদ শামসুদ্দিন হাসপাতালে সোমবার (১ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি কানাইঘাট হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামে। গত ২৮ মে তার করোনা প্রতিবেদন পজেটিভ আসে। সেই প্রতিবদেন আসার ৫ দিনের মাথায় তিনি চলে গেলেন না ফেরার দেশে।
জানা যায় আজ বাদ আসর স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন হবে।
দাফনের জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকিরের নেতৃত্ব গঠিত দল সকল ধরনের প্রস্তুতি নিচ্ছেন।
এমআর/বিএ-১৬