নিজস্ব প্রতিবেদক
জুন ০২, ২০২০
০১:১৩ অপরাহ্ন
আপডেট : জুন ০২, ২০২০
০১:১৩ অপরাহ্ন
সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে এনেছেন শ্রমিকেরা। এ অভিযোগে আজ মঙ্গলবার (২ জুন) বেলা ১ টায় দক্ষিণ সুরমার পুরাতন রেল স্টেশন সংলগ্ন বাবনা পয়েন্টে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এসময় তারা ফলিককে প্রতিহত করার ঘোষণা দেন।
জানা গেছে, গত ঈদের আগে থেকে কল্যাণ তহবিলের অর্থ নিয়ে ফলিকের সঙ্গে সাধারণ শ্রমিকদের দ্বন্দ্ব ছিলো। শ্রমিকেরা কল্যাণ তহবিলের অর্থ করোনায় কর্মহীনদের মধ্যে বিতরণের অনুরোধ করলে ফলিক তাদের সঙ্গে দূর্ব্যবহার করেন বলে অভিযোগ শ্রমিকদের।
এ বিষয়ে মিতালী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ রিয়াদ জানান, শ্রমিকদের কল্যাণ তহবিলের প্রায় আড়াই কোটি টাকা থাকার কথা। কিন্তু সেলিম আহমদ ফলিক আমাদের হিসাব দিয়েছেন মাত্র ৪১ লাখ টাকার। বাকি ২ কোটি টাকা তিনি আত্মসাত করেছেন। শ্রমিকদের কল্যাণ তহবিলের পুরো টাকার হিসাব না দিলে তাকে কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক ব্যস্ত অছেন বলে জানান।
এনসি/বিএ-১৯